গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বুধবার সন্ধ্যা সাতটায় দুটি ককটেল ও পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এসময় পেট্রোল বোমা বিস্ফোরিত হলেও ককটেল দুটি অবিস্ফোরিত ছিল। এতে পুরো মাওনা চৌরাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর উপর থেকে দুটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এসময় পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের ওপর পড়ে থাকে। এতে পুরো মাওনা চৌরাস্তায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে এবং ককটেল বিস্ফোরণ মহাসড়কে পড়ে থাকায় কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।