সিলেটে নিউজিল্যান্ড দল, বৃহস্পতিবার নামবে অনুশীলনে

0

টেস্ট ম্যাচ খেলতে সিলেটে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 

বুধবার বেলা সোয়া ১২টার দিকে একটি ফ্লাইটে ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। 

সিলেটে পৌঁছে হোটেলে চলে যায় নিউজিল্যান্ড দল। পুরো দিনই বিশ্রামে কাটান দলের সদস্যরা। 

আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুশীলন করবেন তারা। একদিন বিশ্রাম নিয়ে রবিবার ও সোমবার একই গ্রাউন্ডে অনুশীলন করবে নিউজিল্যান্ড। 

এদিকে, বাংলাদেশ দলও অনুশীলনে নামবে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। 

আগামী ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ এবং নতুন চক্রে এটিই প্রথম সিরিজ বাংলাদেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here