পরামর্শের সঙ্গে প্রযুক্তির ছোঁয়া বদলাবে প্রান্তিক কৃষকের জীবন

0

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বাসিন্দা আবদুর মজিদ পেশায় কৃষক। ক্রমাগত পরিবর্তনশীল আবহাওয়া ও পরিবেশে কৃষিকাজ করে পরিবারের চার সদস্য নিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছেন। কৃষিকাজে প্রচুর সময় ও শ্রম দিয়েও প্রত্যাশিত ফলন পাচ্ছিলেন না মজিদ। এমন পরিস্থিতিতে একজন কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেন তিনি।

বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কৃষিকাজ করে অবশেষে আশানুরূপ ফল পান মজিদ। তিনি তার জমিতে ১১ কেজি পর্যন্ত সার ব্যবহার কমিয়ে আনেন, যা আগের ব্যবহারের চেয়ে ৩০ শতাংশ কম। এতে করে একদিকে তার খরচ কমে আসে, অন্যদিকে ধানেরও উচ্চফলন হয়। পরিশ্রমের ফসল ঘরে তুলতে পেরে মজিদের মুখে হাসি ফিরে আসে।

কৃষকদের কাছে প্রয়োজনীয় কৃষি সামগ্রী ও কৃষি বিশেষজ্ঞের পরামর্শ পৌঁছে দিতে দেশে প্রথমবারের মতো কৃষি পরামর্শ সেবার উদ্যোগ নিয়ে এসেছে আইফার্মার। কৃষকদের উচ্চ ফলনের নিশ্চয়তা দিতে বাংলাদেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আইফার্মার। এর মধ্যে রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে জমির পরিস্থিতি পর্যবেক্ষণ, আইওটি ডিভাইসের মাধ্যমে মাটি পরীক্ষা করা, যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহারে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ। কৃষকের আয় বৃদ্ধি ও সঠিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এসব যুগান্তকারী উদ্যোগ আগামীকে পথ দেখাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here