আট দিনে ৩৭৬ কোটি রুপি আয় করল টাইগার-৩

0

যশরাজ ফিল্মস জানিয়েছে বিশ্বজুড়ে সালমান খানের সিনেমা `টাইগার ৩’ আট দিনে ৩৭৬ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি রুপি। বিদেশ খেকে আয় ৯৬ কোটি রুপি। 

১২ নভেম্বর সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি মুক্তি পায়। গতকাল সোমবার বক্স অফিসে মাত্র ৬ কোটি রুপি আয় করেছে ‘টাইগার ৩’।

প্রথম সপ্তাহে টাইগার ৩ বক্স অফিসে ১৮৭.৬৫ কোটি টাকা আয় করে। এর মধ্যে হিন্দিতেই কেবল এই ছবি ১৮৩ কোটি আয় করেছে। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে এটি ১৩.২৫ কোটি, তারপরের দিন ১৮.৫ কোটি টাকা আয় করে। 

এই সিনেমার মাধ্যমে ছয় বছর পর টাইগার রূপে ফিরলেন বলিউড ভাইজান। খলনায়কের চরিত্রে আছেন ইমরান হাশমি। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছিল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here