এবার নাইজেরিয়া থেকে গ্যাস নেবে জার্মানি, চুক্তি সই

0

এবার নাইজেরিয়া থেকে প্রাকৃতিক গ্যাস নেবে জার্মানি। এরই মধ্যে দেশটির সঙ্গে চুক্তি সই করেছেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। বিনিময়ে জার্মানি নাইজেরিয়াকে বিকল্প শক্তির পরিকাঠামো তৈরি করে দেবে।

মঙ্গলবার নাইজেরিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তিটি সই হয়।
জার্মান চ্যান্সলর জানিয়ছেন, তারা নাইজেরিয়ার বিকল্প শক্তির প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ইউরো খরচ করবে।

জার্মানি জানিয়েছে, বিকল্প শক্তির প্রকল্পে বিনিয়োগ ছাড়াও জার্মান সংস্থা সিমেন্সকে নাইজেরিয়ার বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে বিনিয়োগের জন্য বলা হয়েছে। নাইজেরিয়ায় বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত খারাপ। সিমেন্সকে সেই বিষয়টিকে দেখার জন্য বলা হয়েছে।

এর আগে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করতো জার্মানি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে জার্মানি তা অনেকটাই কমিয়েছে। কিন্তু জার্মানির দৈনন্দিন জীবনে গ্যাস অপরিহার্য। ইউরোপের অন্য দেশগুলো থেকেও বিকল্প ব্যবস্থা হিসেবে জার্মানি গ্যাস নিতে শুরু করেছিল। কিন্তু আফ্রিকার কোনো দেশের সঙ্গে সরসারি এ চুক্তি জার্মানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: রয়টার্স, এপি, এএফপি, ডয়েচে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here