বিশ্বকাপ বাছাইয়ে বুধবারের (২২ নভেম্বর) ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই দলের সমর্থকদের বিবাদে জড়ানোর কারণে বিলম্বে শুরু হওয়া ম্যাচও শেষ সময় পর্যন্ত ‘উত্তাপ’ ধরে রেখেছিল মাঠে খেলোয়াড়দের ‘অপেশাদার’ আচরণে। তবে সব ছাপিয়ে মারাকানার মাঠ থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে মেসির আর্জেন্টিনা। কিন্তু এরপর যেন তাদের জন্য হাজির হয়েছে অনেক বড় এক অস্বস্তি।
এই ম্যাচের পর অনেকটা হুট করেই চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লাদিও তাপিয়ের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
মাঠে উপস্থিত আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসির সাংবাদিক হোয়াকিন ব্রুনো জানিয়েছেন, কোচিং স্টাফদের সঙ্গে ম্যাচের পর ‘শেষ ছবি’ তুলে রেখেছেন স্কালোনি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো স্কালোনি কেন হুট করে দায়িত্ব ছাড়তে চাইছেন সেটি অবশ্য নিশ্চিত করে জানা যায়নি এখনও। তবে তিনি বলছেন, আলবিসেলেস্তেদের জন্য এখন আরও বেশি এনার্জি আছে এমন কাউকে দরকার।
ব্রাজিল ম্যাচের পর স্কালোনি আরও বলেন, ‘এটা আসলে বিদায় নয়। কিন্তু প্রত্যাশাটা এখন অনেক উঁচুতে আর এখন আমার জন্য চালিয়ে যাওয়া ও জিততে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এই ছেলেরা কঠিন করে ফেলেছে। এটা আসলে ভাবার সময়। আমি প্রেসিডেন্টকে (আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন) জানাবো। ফুটবলারদের পরে বলবো কারণ এই জাতীয় দলের আরও বেশি এনার্জিওয়ালা কাউকে দরকার।’