সিডনিতে বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর (রবিবার) লাক্স স্কিন এস্থেটিকস ক্লিনিক এই আয়োজন করে। বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত এই উৎসবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্ব পরিবারে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটি মনোমুগ্ধকর নাচ, গান, ফ্যাশন শো, র্যাফল ড্র,বাচ্চাদের চিত্রাঙ্কন ও বাহারি খাবারে এক বিশাল উৎসবে পরিণত হয়।
শেখ ইসলামের নেতৃত্বে সালাহউদ্দিন শিপলু ও তাপস করকে নিয়ে গড়া ওয়ান ব্যান্ড পরিবেশন করেন বাংলা ব্যান্ড সঙ্গীত। প্রানবন্ত এই সঙ্গীত সন্ধ্যায় অতিথি শিল্পীরাও অংশগ্রহন করেন। শৌখিন গায়ক শুভা সাথী, মোবারক হোসেন, আদিব আবরার কাকলীর প্রানবন্ত গান আগত দর্শক শ্রোতারা সবাই খুব আনন্দের সাথে উপভোগ করেন।
রকির গানের সাথে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করেন শিশু শিল্পী প্রিন্সেস রিয়ানা। প্রেরনা ড্যান্স গ্রুপের মার্শিয়া, জোতে, জারিন ও তাসলিমা এবং শোয়ার সিস্টার্স ড্যান্স একাডেমির প্রাশান্নার নাচ দর্শকরা উপভোগ করে।
কোরিওগ্রাফার সালমিন সুলতানার কোরিওগ্রাফিতে ‘দ্য লুক’-এর মনোমুগ্ধকর ফ্যাশন শো দৃষ্টি কাড়ে সকল দর্শকদের। ব্রাইডাল লুক, মাস্ক, লেড লাইটের মতো ভিন্ন ভিন্ন ফ্যশন শো করে তাক লাগিয়ে দেন সালমিন সুলতানা, নাফিসা তাসনিম, দিলশাদ শারমিন, শারমিন ইসলাম, তুবা, নুরুন ইসলাম, বসু গুহ, ও প্রীতম দাশগুপ্তর সমন্বয়ে গড়া দ্যা লুক। শৌখিন মডেল হিসেবে অনুষ্ঠানে আয়োজক ইশরাত সুলতানাও এই ফ্যাশন শো অংশ নেন।
ইশরাত সুলতানার নেতৃত্বে শহীদুল মোয়াজ্জেম হোসেন রকি, আবদুল্লাহ মামুন ও মালিক সাজিদের সমন্বয়ে গঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট টিম অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বসন্তের সৌন্দর্য, স্থানীয় প্রতিভা আর অসাম্প্রদায়িক চেতনার এই সন্ধ্যা সিডনিতে সফলভাবে আয়োজনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান লাক্স স্কিন এস্থেটিকস ক্লিনিকের স্বত্বাধিকারী ইশরাত সুলতানা।