আবারও স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক। ১৮ দিনের ব্যবধানে প্রতিটি মুদ্রায় ৫ হাজার টাকা বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর থেকে প্রতিটি মুদ্রায় তিন হাজার টাকা বাড়িয়ে করা হয় ৯০ হাজার টাকা। এ নিয়ে চলতি বছর ৫ দফায় প্রতিটি স্মারক মুদ্রায় ২০ হাজার টাকা বাড়ল।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের এ স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হলো।
আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে স্বর্ণমুদ্রার মূল্যবৃদ্ধি করা হয়েছে, যা বুধবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।
সম্প্রতি ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস।