নৈশ প্রহরীর লাশ উদ্ধার

0

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে নারায়ণ চন্দ্র দাস (৬০) নামে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে পুলিশ। ভোর রাতে উলজেলার রূপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। নারায়ণ চন্দ্র দাস উপজেলার রূপসদী ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের দক্ষিণ দাস পাড়ার মৃত দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, নারায়ণ গত দুই বছর যাবত রূপসদী ইউনিয়নের বাল্লাকান্দি বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিল। প্রতিদিনের মত গত সোমবার রাতে ডিউটিতে থাকা অবস্থায় একটি দোকানের ভারি কাচযুক্ত কাঠের রেক নারায়ণের উপর চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here