দক্ষিণ কোরিয়ার উপকূলে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কার্ল ভিনসন।
মঙ্গলবার যুদ্ধজাহাজটি বুসান বন্দরে ভিড়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
এদিকে উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট নিয়ে আবারো অবহিত করলো জাপান। পিয়ংইয়ং জানিয়েছে, ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে পীতসাগর ও পূর্ব চীন সাগর এলাকা থেকে উৎপেক্ষণের পরিকল্পনা করেছে। তাই ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
টোকিও ও সিউল বলেছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গুপ্তচর উপগ্রহ কক্ষপথে স্থাপন করার চেষ্টা করছে উত্তর কোরিয়া।
চলতি বছরে এর আগে দুইবার একই ধরনের স্যাটেলাইন উৎক্ষেপণে ব্যর্থ হয় পিয়ংইয়ং।
কার্ল ভিনসনের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার অ্যাডমিরাল কিম জি-হুন। তিনি বলেছেন, ভিনসনের আগমন একটি দৃঢ় সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। আমরা এর মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করবো। সূত্র: রয়টার্স