ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিল হুথি বিদ্রোহীরা

0

ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, ইসরায়েলি জাহাজ তাদের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু।’

ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিনের মাথায় সোমবার এই হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী।

তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে—  শুধুমাত্র এক জাহাজ আটক করেই হুথিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল-মোসকি। তিনি বলেছেন, “যেকোনও জায়গায় ইসরায়েলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না।”

বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা এখন লোহিত সাগরের বাব আল-মানবাব প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে। কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে। সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here