কুড়িগ্রামে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পে ৫৫৬টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে চর উপযোগী ঘর পেয়েছে ৫৫টি ভাঙন কবলিত পরিবার।
বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫টি পরিবার এই সুবিধা পাচ্ছে। এর মধ্যে মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাসহ ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। কুড়িগ্রামে তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ১০৬টি এবং চতুর্থ পর্যায়ে ৪৫০টিসহ ৫৫৬টি সুবিধাভোগী জমিসহ ঘর বরাদ্দ পেল।