বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ফরেন ট্রেড ইননস্টিটিউট (বিএফটিআই)’র সিইও ড. মো. জাফর উদ্দিন বলেছেন, বৈদেশিক বাণিজ্য বাড়াতে হলে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নিতে হবে। ব্যবসায় পরিচালন ব্যয় কমাতে হবে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের পর দেশীয় শিল্প প্রতিযোগিতার মুখে পড়বে। এজন্য প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১ এর উদ্যোগে, ডাব্লিউটিও স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটম্যান্ট এন্ড গ্রাজুয়েশন চ্যালেঞ্জ এবং সিম্পলিফিকেশন অব ট্রেড প্রসিডিউর, কাস্টম মর্ডানােইজেশন এন্ড ইজি অব ডুয়িং বিজনেস শীর্ষক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বিএফটিআই। এরই ধারাবাহিকতায় ওই গবেষণার উপর একটি ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে না। তাই আমাদের উত্তরণ পরবর্তী সময়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুসরাত জাবীন বানু এনডিসি, ব্প্কিআরসিপি-১ এর প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিফটিআইএর পরিচালক ওবায়দুল আজম সভাটি সঞ্চালনা করেন।