উত্তরসূরি বেছে নিতে সময় নিল না সেভিয়া

0

হোর্জে সাম্পাওলিকে সরিয়ে দেওয়ার পর তার উত্তরসূরি বেছে নিতে বেশি সময় নিল না সেভিয়া। স্প্যানিশ ক্লাবটির নতুন কোচ হোসে লুইস মেন্দিলিবার।

ইউরোপা লিগে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলেও চলতি মৌসুমে লা লিগায় একেবারেই ছন্দে নেই সেভিয়া। ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে তারা। লিগে সবশেষ সাত ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। টানা ব্যর্থতার কারণে গত মঙ্গলবার সাম্পাওলিকে বরখাস্ত করা হয়। এরপরই মেন্দিলিবারকে কোচ করার বিষয়টি জানায় সেভিয়া। চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন এই স্প্যানিয়ার্ড।

মেন্দিলিবারের হাত ধরে ২০২১ সালের আগ পর্যন্ত টানা ছয় মৌসুমে স্পেনের শীর্ষ লিগে খেলেছিল এইবার। আন্তর্জাতিক বিরতির পর আগামী ১ এপ্রিল লা লিগায় কাদিসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে সেভিয়া। নতুন দায়িত্বে সেটাই হবে মেন্দিলিবারের প্রথম ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here