ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে তাদের আরও দুই সেনা নিহত হয়েছে।
তাদের নাম ইয়েনন তামির ও দভির বারাজানি বয়স ২০ বছর।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
এদিকে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি নারী ও শিশুদের মুক্তির বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে শেষ মুহূর্তের দর–কষাকষি চলছে। কাতারের প্রধানমন্ত্রী আবদুলরহমান আল-থানি এমন ইঙ্গিত দিয়েছেন।
কাতারি প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ মনে করেন তিনি। তবে আবদুলরহমান বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। কারণ, সম্ভাব্য চুক্তির পথে চ্যালেঞ্জ ‘খুবই সামান্য