হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

0

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম)-এর ধাক্কায় রিহাদুল মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়কের পাচাইক্কা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিহাদুল মিয়া উপজেলার শিবপাশা ইউনিয়নের বন্দের বাড়ী এলাকার জানু মিয়ার পুত্র। 

পুলিশ জানায়, দুপুরে পরিবারের স্বজনদের সাথে রিহাদুল মিয়া পাচাইক্কা যাত্রী চাউনি এলাকায় ইজিবাইক থেকে নামেন। রিহাদুলের বাবা ইজিবাইকের ভাড়া পরিশোধ করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো শিশু রিহাদুল। এ সময় শিবপাশা বাজার থেকে আজমিরীগঞ্জ সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা অপর একটি ইজিবাইক শিশু রিহাদুলকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকসহ চালককে আটক করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here