জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিন বগিতে আগুন

0

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এতে আগুন দিয়েছে ফায়ার সার্ভিস তা নিশ্চিত হতে পারেনি। 

তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া গণমাধ্যমে বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে।  তিনি বলেন, হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here