মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধের পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গাজার নিরাপত্তা ব্যবস্থাপনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের এক নিবন্ধে বাইডেন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাসহ এই সংকটের পরপরই গাজার জনগণকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অনির্দিষ্ট সময়ের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব বজায় রাখবে এবং এটি ‘আন্তর্জাতিক বাহিনীর’ কাছে হস্তান্তর করবে না। তিনি গাজায় পিএ’র প্রত্যাবর্তনও প্রত্যাখ্যান করেছেন।