এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। রাজনীতিতে হাতেখড়ি হতে চলেছে তার। ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা ভোটে টিকিট প্রায় কনফার্ম। সব কিছু ঠিকঠাক থাকলে মুম্বাই থেকে লড়তে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াতে যাচ্ছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, গুঞ্জন রয়েছে ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে যোগাযোগ বেড়েছে অভিনেত্রী ও তার স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের। এ ছাড়াও সম্প্রতি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে অভিনেত্রীকে দেখা গেছে বিজেপি নেতা আশিস শেলারের সঙ্গে। তারপর থেকেই জল্পনার শুরু, তা হলে কি এ বার রাজনীতির ময়দানে পা রাখবেন অভিনেত্রী!