জয় শাহের কাছে লঙ্কান সরকারের দুঃখ প্রকাশ

0

কঠিন সময় পার করছে শ্রীলঙ্কার ক্রিকেট। মাঠ বা মাঠের বাইরে লঙ্কান ক্রিকেট জুড়ে শুধুই হতাশা। চলমান বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা দলের ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। 

এদিকে, শ্রীলঙ্কা দলের ওপর আইসিসির নিষেধাজ্ঞার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারি ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহের দিকে অভিযোগ তুলেছিলেন লঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এই ঘটনায় এবার শ্রীলঙ্কার পার্লামেন্টে দেশটির দুই মন্ত্রী হারিন ফার্নান্দো ও কাঞ্চনা উইজেসেকারা দুঃখ প্রকাশ করেছেন।

রানাতুঙ্গা অভিযোগ করেছিলেন, লঙ্কান বোর্ড কর্মকর্তাদের সঙ্গে জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিশ্বকাপে ব্যর্থ হয়ে দেশে ফিরতে না ফিরতে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে শ্রীলঙ্কা। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগ তুলে সদস্য পদ স্থগিত করে আইসিসি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here