দু’জনের প্রেমের গুঞ্জন ছাপিয়ে গিয়েছে বিশ্বকাপের উত্তেজনাকেও। একজন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমান গিল। অন্য জন শচীন-কন্যা সারা তেন্ডুলকার। এত দিন সবটাই নাকি চলছিল আড়ালে। যদিও শুভমান বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন। তবে সারা অবশ্য অনেকটা সাহসী। কখনও শুভমানকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনও শুভমানের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন।
তবে আর কোনও লুকোচুরি হয়তো চাইছেন না সারা। প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার।’ রবিবার বিশ্বকাপের ফাইনাল। ইতিমধ্যে আমদাবাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের আগেও রাতে নাকি শুভমানের সঙ্গে দেখা করেছেন সারা। এবার নিজের খোলা চুলের হাসিমুখের একটা ছবি দিলেন সারা তার টুইটার অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে গিয়ে চোখ আটকে গেল সবার। নিজের ছবিতে শচীন-কন্যা লিখলেন, ‘ও শুধু আমার।’ তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! খুল্লম খুল্লা প্রেমের ইস্তাহার দিলেন তিনি!