বিশ্বকাপ বাছাইয়ে গত তিন ম্যাচে জয়হীন ব্রাজিল। এর মধ্যে হেরেছে উরুগুয়ে ও কলম্বিয়ার কাছে। চোট, অফফর্মে সেলেসাও আক্রমণভাগ থেকে সেভাবে নৈপুণ্য দেখাতে পারছেন না কেউ।
চোটের কারণে আগেই ছিটকে গেছেন নেইমার, কাসেমিরো, গোলরক্ষক এদেরসন, ডিফেন্ডার দানিলো ও এদার মিলিতাও। এরই মধ্যে দুঃসংবাদ নিয়ে এসেছেন ভিনিসিয়ুস জুনিয়র। উরুর চোটে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
পরবর্তীতে জানা যায়, আর্জেন্টিনার বিপক্ষে খেলতেই পারবেন না তিনি। ইতিমধ্যে স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।