ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে ইসরায়েলের পদাতিক বাহিনীর অভিযান এখনও চলমান। হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার রয়েছে এবং সেখানে জিম্মিদের বন্দি করে রাখা হয়েছে- এমন অভিযোগে সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে বিগত দুই দিনেও সেখানে অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল।
আল শিফায় অভিযানের মধ্যেই এবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের ইবনে সিনা হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সেখানে ৮০টিরও বেশি ইসরায়েলি সামরিক যান জড়ো হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। হাসপাতালটির চারদিক থেকে ঘিরে ফেলেছে দখলদার সেনারা।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ‘ওয়াফা’র বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ সংক্রান্ত ভিডিওতে দেখা যাচ্ছে- হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হাত তুলে বেরিয়ে আসতে বলছেন।
ওই ভিডিওতে স্পষ্টতই তাদেরকে চিকিৎসক হিসেবে চিহ্নিত করা গেছে। সূত্র: আল জাজিরা