ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বও সামলাবেন মোহাম্মদ হাফিজ।
এছাড়াও পাকিস্তান জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টেস্ট খেলবে সেখানে। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে খেলবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।
যদিও মিকি নিজে পদত্যাগ করেননি। কিংবা পিসিবি থেকে তাকে বরখাস্ত করা হয়নি। ডিসেম্বর-জানুয়ারির পর তিনি পাকিস্তানের সঙ্গে থাকবেন কিনা পরে সিদ্ধান্ত নেবে পিসিবি।