পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মেকাবেলায় জরুরি সভা

0

পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মেকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা করেছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার সাতটি উপজেলায় ৫৬১ আশ্রয়কেন্দ্র প্রস্তুতি রাখা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় জেলা শহরসহ সাতটি উপজেলায় আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের কাছে ৪ লাখ ১০ হাজার টাকা, ৪৬ বান্ডিল টিন, ৪১২ মেট্রিক টন চাল এবং ৫ হাজার ৬০০ কম্বল রয়েছে।  এ ছাড়া জনগণের সেবার জন্য ৬৩টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আরো জানান, জেলার সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা মাঝেরচর ও খেতাছিড়া এলাকায় মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর দিকে জেলার সমুদ্রগামী মাছ ধরার ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে আশার জন্য বলা হয়েছে। 

পিরোজপুরের অরিক্তি পুলিশ সুপার মোহাম্মাদ (ক্রাইম এন্ড অপস্) মো: মুকিত হাসান খান জানান, দুর্যোগ মোকাবিলায় পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ কালীন সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশ প্রস্তুত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here