মেরিল্যান্ডে ‌‘ডুমা’র তিন দিনব্যাপী পুনর্মিলনী উৎসব

0

ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুমা), উত্তর আমেরিকার উদ্যোগে তিন দিনব্যাপী ‘মাইক্রোবায়োলজি কনভেনশন-২০২৩’ সমাপ্ত হয়েছে।  

গত ১২ নভেম্বর মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির হ্যানোভারে অবস্থিত ‘হিলটন গার্ডেন ইন’ হোটেলের বলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
 
‘কোষ থেকে সারা শরীর : মাইক্রোবায়োলজির সরব উপস্থিতি’ শীর্ষক এই সম্মেলনটি ছিল প্রাক্তন শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত একটি মিলনমেলা।  বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত অর্ধ শতাধিক সাবেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। স্নাতকোত্তর ১ম ব্যাচ (১৯৭৯) থেকে শুরু করে স্নাতক ২৭তম ব্যাচ (২০১৮) এর সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

পিএইচডি শিক্ষার্থী ও সদ্য সাবেক গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় আয়োজন ছিল ‘ক্যারিয়ার সেশন’। অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে এনআইএইচ, ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানীর গবেষক এবং উদ্যোক্তাগণ ফলপ্রসূ আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নানামুখী ক্যারিয়ারের সুযোগ-সুবিধা এবং চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক ও দক্ষ করতে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মোহসিন পাটওয়ারী, অধ্যাপক ড. আনোয়ার হক এবং ড. সৈয়দ আশরাফুদ্দিন আহমেদের ন্যায় প্রথিতযশা ব্যক্তিবর্গের উপস্থিতি, সাবলীল স্মৃতিচারণ এবং তরুণদের প্রতি মহার্ঘ্য পথনির্দেশ অনুষ্ঠানে এক অনন্য মাত্রা সংযোজন করে।

শেষ দিন ডুমা, উত্তর আমেরিকার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির অর্জন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। নবনির্বাচিত কার্যনিবাহী কমিটির নিকট এইদিন সংগঠনটির ভবিষ্যত কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পন করা হয়। বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যায় অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীগণ তাদের নাচ ও গানের প্রতিভা প্রদর্শন করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে “তিন মিনিট থিসিস” পর্বে অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও কোভিড১৯ মহামারী, সায়েন্টিফিক কমিউনিকেশন, শিল্প-উদ্যোগ এবং মেন্টরশিপ ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখা অ্যালামনাইদের সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here