তফসিল প্রত্যাখ্যান করে নিউইয়র্কে বিএনপির র‌্যালি

0

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে স্টেট বিএনপির এক র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, কেয়ারটেকার সরকার ব্যতিত নির্বাচনী তফসিল মানে না প্রবাসীরা। তাই অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মত এই প্রবাসেও আন্দোলন অব্যাহত থাকবে।

অপর কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট জানান, এক দফা দাবি আদায়ের জন্যে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের সামনে প্রবাসীদের বিক্ষোভ হবে এবং মহাসচিব সমীপে স্মারকলিপি প্রদান করা হবে। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এ র‌্যালিতে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মিল্টন ভুইয়া, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here