শরীয়তপুরে আজ বৃহস্পতিবার ১১টার দিকে নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদ জেলা শহরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে শরীয়তপুর জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন।
নির্বাচনের তাফসিল ঘোষণার কারণে ইসলামী শাসনতন্ত্র শরীয়তপুর জেলা শাখার আমির তোফায়েল আহম্মেদ কাশেমের নেতৃত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত। একটি বিক্ষোভ মিছিল বের করেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।