বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান; ঢেলে সাজানো হচ্ছে পুরো বোর্ড

0

চলমান বিশ্বকাপে বাবর আজমদের শুরুটা যদি বেশ দারুণই ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রানচেজের জয়। কিন্তু এরপরেও সেমির মঞ্চে নেই পাকিস্তান। টানা চার হারে বিধ্বস্ত হয়েছে তারা। বড় দল তো বটেই, খর্বশক্তির আফগানিস্তানের কাছেও হার মানতে হয়েছিল তাদের। এরপর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় যথেষ্ট হয়নি তাদের জন্য। 

তখন থেকেই গুঞ্জন ছিল, বড় পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেটে। গতকাল সেই পরিবর্তনের পুরো রূপটাই দেখেছে ক্রিকেট দুনিয়া। 

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ২০২০ সালের পর তাই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হয়েছেন পেসার শাহিন আফ্রিদি। আর সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে অধিনায়ক শান মাসুদ। 

পাকিস্তানের ক্রিকেটে এরপরের পরিবর্তন এসেছে পরিচালক এবং নির্বাচকের পদে। বিশ্বকাপের মাঝপথে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক। সাবেক পেসার এবং পাঞ্জাবের বর্তমান ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ পেয়েছেন প্রধান নির্বাচকের দায়িত্ব। 

সবশেষ দেশটির ক্রিকেট পরিচালকের পদেও পরিবর্তন আসে গতকাল। সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে দেওয়া হয়েছে পরিচালকের দায়িত্ব। সাবেক পরিচালক মিকি আর্থারের পদে আসবেন তিনি। তবে এখনই আর্থারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন অন্য কোন দায়িত্বে দেখা যাবে তাকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here