ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এর ফলে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে মোট ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটি বলছে, হামাসকে নিশ্চিহ্ন করেই ইসরায়েলি সেনারা ঘরে ফিরবে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় এমন কোনো জায়গা নেই যেখানে আমরা পৌঁছাতে পারব না। তিনি বলেন, আমরা আসব, আমরা হামাসকে নির্মূল করব এবং জিম্মিদের ফিরিয়ে দেব। এই দুটি লক্ষ্য পবিত্র… গতকাল আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আবারও কথা বলেছি। আমরা নিরলস থাকব। আমরা হামাসকে নির্মূল করব, বিজয় অর্জন করব এবং জিম্মিদের ফিরিয়ে দেব।
ইসরায়েলি সেনারা বর্তমানে আল-শিফা হাসপাতালটিকে ‘হামাসের অবকাঠামোর’ সাথে সংযুক্ত বলে দাবি করে অভিযান চালাচ্ছে।