ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি ইসলামিক জিহাদের

0

গাজার অন্যতম স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ বলছে, তাদের সশস্ত্র শাখা গাজায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে।

ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, আমরা একটি ইহুদিবাদী (ইসরায়েলি) স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করেছি এবং এর নিয়ন্ত্রণ নিয়েছি।

এদিকে খাদের জানুন নামের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ফোনে বলেছেন, আল-শিফা হাসপাতালে ছয়টি ট্যাংকসহ শতাধিক সেনা ঢুকেছেন। তাদের কারও কারও মুখে মুখোশ দেখা গেছে। তাদের কেউ কেউ আরবিতে বলছিলেন, ‘কেউ নড়বেন না, জায়গা থেকে সরবেন না।’

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর সরাসরি অভিযানকে কেন্দ্র করে সেখানে হাজারো রোগী ও বেসামরিক নাগরিক অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবরুদ্ধ মানুষদের সংখ্যা ঠিক কত, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আল-শিফা হাসপাতালে প্রায় ৭০০ রোগী, ৪০০ হাসপাতাল কর্মী ও ৩ হাজার বেসামরিক নাগরিক আছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অন্তত ২ হাজার ৩০০ মানুষ হাসপাতালের ভেতরে আটকা পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here