৩ দেশ থেকে ৬৩৯ কোটি টাকার সার কিনছে সরকার

0

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৩৯ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৮০০ টাকা।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটিস কোম্পানি থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৬ কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে দশম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫১ কোটি ৯৭ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপব এসএ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৩৬ কোটি ৫৩ লাখ টাকায় নিয়োগে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here