জাতীয় দলের জার্সিতে আবারও ডাক পেলেন লুইস সুয়ারেজ। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।
সোমবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানির। তবে পারফরম্যান্সের জন্য নয়, চোট পেয়ে ছিটকে গেছেন এই তারকা।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এরপর আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) তাদের প্রতিপক্ষ বলিভিয়া।
উরুগুয়ে দল
গোলরক্ষক: সার্জিও রোচেট, ফ্রাঙ্কো ইসরায়েল, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, হোসে মারিয়া গিমেনেজ, ব্রুনো মেন্ডেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্টানকুর, ফেলিপে কারবালো, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, অগাস্টিন ক্যানোবিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, ফ্যাকুন্ডো টরেস।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান অলিভেরা, ডারউইন নুনেজ, ফেদেরিকো ভিনাস, লুইস সুয়ারেজ।