আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নারী দল। তার আগে তাদের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সফরের জন্য নিগার সুলতানাকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ জন ক্রিকেটাররা। ঘোষিত এই দলে ডাক পেয়েছেন লতা মণ্ডল। তবে জায়গা হয়নি সাবেক দুই অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলমের।
বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস
স্ট্যান্ড বাই
শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার