সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে মিলিত হয়।
এরপর এ উপলক্ষে বিনামূল্যে দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সেই সাথে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি প্রফেসর মো. আফতাব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম।
এ দিবসটি উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করেন বক্তারা। পরে ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারিত ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।