আগামীকাল ১৫ নভেম্বর (বুধবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার পরপর তফসিলকে স্বাগত জানিয়ে সারাদেশে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় এক রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নেন। বৈঠক সূত্রে এই তথ্য জানা যায়।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধে সারা দেশের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশি সতর্ক অবস্থায় ও সতর্ক পাহারার সিদ্ধান্ত হয়। একই সাথে তফসিল ঘোষণা হলে তফসিলকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্পটে এবং সারাদেশের জেলা, উপজেলা ও ইউনিয়নে আনন্দ মিছিলেরও সিদ্ধান্ত হয়।