নাটোরে ইজিবাইক চোরচক্রের মূলহোতা আটক

0

নাটোরে ইজিবাইক চোর চক্রের মূলহোতা রুবেল হোসেনসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৫। এসময় চুরি করা একটি ইজিবাইক ও একটি মিশুক  উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার। তিনি জানান, সম্প্রতি নাটোর জেলার বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। ছিনতাই ও চুরির সঙ্গে জড়িতদের আটকে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাগাতীপাড়া উপজেলার মারিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইজিবাইক চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন (৩২) ও সাগর আলীকে (৩২) আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগাতিপাড়া উপজেলার চকগোয়াস গ্রামে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here