গাজার আল-শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। গাজা থেকে বিবিসিকে সাংবাদিক রুশদি আবুআলফ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, হাসপাতালের চারপাশে এখনো ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তিনি রাতভর সেখানে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দও শুনেছেন।
এছাড়া হাসপাতালের এক ভবন থেকে আরেক ভবনে যাওয়াও ঝুঁকিপূর্ণ। ওই সাংবাদিক আরো জানিয়েছেন, বিদ্যুৎ, পানি ও যথেষ্ট ওষুধ না থাকায় হাসপাতালের অনেক রোগীই মারা যাচ্ছেন।
ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে যে জ্বালানি আছে তাতে আধা ঘণ্টার বেশি কাজ চালানো যাবে না। প্রতিদিন আল-শিফা হাসপাতালে ১০ হাজার লিটার জ্বালানির দরকার পড়ে।
ইসরায়েলে দাবি, ওই হাসপাতালে হামাসের সামরিক কার্যক্রম আছে। তবে বিবিসিকে সাংবাদিক রুশদি জানিয়েছেন, তিনি ওই হাসপাতালের ভেতরে হামাসের কোনো ধরনের সামরিক কার্যক্রম দেখেননি।