অডিও বার্তায় যা বললেন হামাসের সামরিক শাখার মুখপাত্র

0

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে অডিও বার্তা দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। এই বার্তায় চলমান যুদ্ধ নিয়ে তিনি বিভিন্ন কথা বলেছেন। 

আবু উবায়দা বলেন, যুদ্ধ শুরু হওয়ার ৩৮ দিন পরেও আমাদের মুজাহিদিনরা বিভিন্ন দিক থেকে আক্রমণকারী শত্রুদের যানবাহন এবং নাৎসি বাহিনীর মুখোমুখি হচ্ছে। আমাদের মুজাহিদীনরা আগ্রাসনের সমস্ত অঞ্চলে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করছে এবং তাদের অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা তাদের ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান উড়িয়ে দিচ্ছে এবং তাদের দুর্গ পয়েন্টগুলিতে আক্রমণ করছে।

তিনি আরও বলেন, দখলদার বাহিনী আমাদের মুজাহিদদের আক্রমণের মধ্যে থাকবে। সামরিক যানের অনুপ্রবেশ শত্রুকে আরও বেশি ক্ষতির কারণ করে তুলবে।  প্রতিরোধকে নির্মূল করার চিন্তা যুদ্ধ নেতাদের ভয়াবহ পরাজয় থেকে বাঁচার একটি প্রচেষ্টা।

হামাসের মুখপাত্র বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই , ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী আমাদের প্রতিরোধ দমন করার চেষ্টা করেছিলেন। সেই সময় আমাদের ব্যাটালিয়ন ছিল মাত্র কয়েক ডজন। শ্যারন তোমাদের ইন্তিফাদা নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা হয়নি। 

তিনি বলেন, কাতারি ভাইদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যদি শত্রুরা ৫ দিনের যুদ্ধবিরতি দেয়— সেক্ষেত্রে ৭০ জন ইসরায়েলিকে আমরা মুক্তি দেবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here