সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

0

সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক বনভোজন উদযাপন করা হয়েছে। গত শনিবার প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী জড়ো হয়েছিলেন ওয়েস্টার্ন সিডনির প্ল অ্যান্ড হেরো পার্কে। দিনভর বনভোজনের পাশাপাশি এ মিলন মেলায় অংশ নিয়েছিলেন সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন নিউক্যাসেলসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের সাবেক শিক্ষার্থীরা।

উপস্থাপনায় ছিলেন হিল্লোল, সূচি, মুক্তা, রাজন ও রিমা। সকাল ১০টায় বনভোজনের শুরুতেই পরিবেশন করা হয় মোগলাই ও মালাই চা। একে একে অনুষ্ঠিত হয় বাচ্চাদের লজেন্স দৌড়, নারীদের পিলো পাসিং, পুরুষদের বেলুন পপিং গেম। সকাল ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের তত্বাবধানে পার্কল্যান্ড প্রাঙ্গণজুড়ে গড়ে তোলা হয় ডেইরি প্রধান গেট, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, চৌরঙ্গী ও প্রান্তিক গেট। দুপুরে পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ। ছিল অফুরন্ত শীতল কোমল পানীয়, গরম চা, কেক, রসগোল্লা ও ঝালমুড়ির আয়োজন।

বক্তব্যে খালেদা কায়সার বলেন, সংগঠন যেকোনো উদ্যোগকে সফলতা দান করে। সার্বজনীন করে তোলে। আর্থিক স্বচ্ছতা দান করে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই বনভোজন আয়োজন তারই প্রতিফলন।

অনুষ্ঠান সমাপ্তির আগে সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট নাট্যজন অষ্টম ব্যাচের শাহীন শাহনেওয়াজ। সংগীত পরিবেশন করেন বনফুল, লুনিয়া, সূচী ও জাওয়াদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here