বলিউডে তারকাদের পান থেকে চুন খসলেই গুঞ্জন রটে যায়। তার মধ্যে বলিউড নায়িকা দীপিকা পাডুকোন সম্প্রতি কফি উইথ করণে গিয়ে একাধিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন। এবার নেটিজেনরা হাওয়ায় ভাসালেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন; যার সূত্রপাত তাদের ফ্ল্যাট বিক্রি নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি রণবীর-দীপিকা নিজেদের একজোড়া ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতের গোরেগাঁওয়ে অবস্থিত ফ্ল্যাট দুটি ছিল অভিনেতার নামে। ২০১৪ সালের ডিসেম্বরে সেই ফ্ল্যাট দুটি কিনেছিলেন তিনি। প্রায় পাঁচ কোটি টাকা লেগেছিল ওই ফ্ল্যাট দু’টি কিনতে, যা এবার বিক্রি করেছেন ১৫ দশমিক ২৫ কোটি টাকায়।
তারা বলছেন, রণবীর বা দীপিকা কেউ এমন কোনো অর্থিক বিপর্যয়ে পড়েননি, যার জন্য তাদের ফ্ল্যাট বিক্রি করতে হবে। বলিউডের পাওয়ার কাপল বলা হয় তাদের। মেগাহিট ছবিতে কাজ করার পাশাপাশি প্রযোজনাতেও এসেছেন দীপিকা। বেশকিছু ছবি প্রযোজনা করেছেন তিনি। নিজস্ব কসমেটিক ব্র্যান্ডও রয়েছে। মেগাবাজেটের কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চারদিক থেকে টাকা এলেও খরচের বিষয়ে অভিনেত্রী বেশ হিসাবি।
অন্যদিকে রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু দিন দিন আকাশছোঁয়া হচ্ছে। ‘সার্কাস’ ছবিটি ভালো ব্যবসা না করলেও তার সাম্প্রতিক ছবি ‘রকি অউর রানী’ দারুণ ব্যবসা করেছে। এছাড়া হাতে রয়েছে বড় কয়েকটি প্রজেক্ট। তাই আর্থিক সমস্যায় পড়ার কোনো কারণই নেই; বরং এই তারকা দম্পতির সম্পর্কের সুতো আলগা হয়ে যাচ্ছে বলেই নিজ নিজ সম্পদ আলাদা করে গচ্ছিত করছেন। তবে নেটিজেনরা যে যা-ই বলুক, এমন গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নীরবতাই ধরে রেখেছেন বলিউড পাওয়ার কাপল।