আসছে ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ছবি ‘নাকফুল’। অলক হাসানের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা।
সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। সেই আবেগের বিষয়টি নিয়েই নাকফুল। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। আমরাও মুক্তির অপেক্ষায় থাকলাম। আশা করি, সিনেমাও দর্শকের মনে জায়গা করে নেবে।’