মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও হামলা চালানো হবে।
সিউলে এক সংবাদ সম্মেলনে অস্টিন সাংবাদিকদের বলেন, ‘এই হামলা অবশ্যই বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ না হয়, তাহলে সৈন্যদের সুরক্ষার জন্য যা যা করা দরকার তা করতে আমরা দ্বিধা করব না।’