দিনাজপুরে ট্রেন আটকে দিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

0

রেলের গার্ড কর্তৃক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আটকে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক ঘণ্টার চেষ্টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ব্যাপারে ৩ দিনের মধ্যে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

রেলওয়ে সূত্রের দাবি, একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী হাবিপ্রবির ছাত্র আব্দুর রাজ্জাকের কাছে টিকেট চাইলে গার্ড বিশ্বজিতের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেওয়া সংঘাতে দু’জনেই আহত হন। তবে শিক্ষার্থী আব্দুর রাজ্জাকের অভিযোগ, গার্ড বিশ্বজিৎ তাকে পিটিয়েছেন। মোবাইলে এ খবর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শতাধিক ছাত্র রাত সোয়া ৮টায় দিনাজপুর রেল স্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ট্রেনটি দিনাজপুর রেলওয়ে স্টেশনে আসলে বিক্ষোভরত শিক্ষার্থীরা ইঞ্জিনের সামনে রেললাইনে শুয়ে পড়ে। এসময় জিআরপি চেষ্টা করেও শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে পারেনি। শিক্ষার্থীরা গার্ড বিশ্বজিতের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
 
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, রেলকতৃপক্ষ, জিআরপি দফায় শিক্ষার্থীদের কথা বললেও কোন সমাধানে পৌঁছাতে পারেনি। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রবিউল ইসলামের মধ্যস্থতায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দেয়। দিনাজপুর রেলওয়ে স্টেশনের রেল সুপার জিয়াউর রহমান জানান,  এক ঘণ্টা দেরিতে একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here