সিরাজগঞ্জের যমুনা নদীর ক্রসবার-৩ মালসাপাড়া এলাকার বালুর চর থেকে নিখোঁজের একদিন পর জহুরুল ইসলাম জয় (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। মৃত জহুরুলল ইসলাম জয় সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নুর হোসেনের ছেলে।
নিহত জহুরুল ইসলাম জয়ের চাচা সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরের পর জহুরুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার সন্ধ্যায় লোক মুখে জানতে পারি বালু চরে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মরদেহটি আমার ভাতিজার।