ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন জায়েদ খান

0

ওরা ১১ জন খ্যাত নায়ক কামরুল আলম খান খসরু (বীর মুক্তিযোদ্ধা) এবং রওশন আরা রোজিনা চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন। খসরুর অভিনয় করা কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার জনপ্রিয় ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত ’ গান দু’টিতে পারফর্ম করবেন চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান। এছাড়া মঞ্চে তার সঙ্গে পারফর্ম করবেন চিত্রনায়িকা আঁচল।

জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে তাদের জনপ্রিয় দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here