আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এরপর তাকে উৎসাহ দিতে মাঠে নেমেছেন তার স্ত্রী (সহধর্মিনী) অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু। রবিবার তিনি ও তার পরিবারের সদস্যরা পরশুরামের বিভিন্ন গ্রামে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহানারা আরজু ইতোমধ্যে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি ভোটারদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় তিনি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিভিন্ন অবদানের চিত্র তুলে ধরেন ভোটারদের কাছ। ডাক্তার জাহানারা আরজু তার বক্তব্যে বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পারিবারিক অর্থায়নে ইতোমধ্যে কলেজ, মাদ্রাসা, হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার লোকজনকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত থাকাকালীন সময়ে তিনি স্কুল কলেজ ভবন পাকাকরণ, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার মানুষের জন্য সহযোগিতা আরো বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
ডাক্তার জাহানারা আরজুর সাথে আরো উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের সহধর্মিনী লুৎফুন নাহার চৌধুরী শিল্পী, জেলা পরিষদের সাবেক সদস্য নিলুফা করিম, পরশুরাম পৌরসভার কাউন্সিলর রাহেলা আক্তার, উপজেলা যুব মহিলা লীগ নেত্রী রহিমা জাফরসহ উপজেলা মহিলা লীগের নেতৃবৃন্দ।
এদিকে আলাউদ্দিন নাসিমও রবিবার পরশুরাম উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে গণসংযোগ করেন।