লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। এতে ইহুদি রাষ্ট্রটির ৬ নাগরিক আহত হয়েছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে যাতে ৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শনিবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো বক্তব্য দেন। বক্তব্যে তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানান।