ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম দুই ম্যাচে ফ্রেংকি ডি ইয়ংকে ছাড়াই খেলতে হবে নেদারল্যান্ডসকে। চোটের কারণে ফ্রান্স ও জিব্রাল্টারের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনা মিডফিল্ডার।
লা লিগায় গত রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন ডি ইয়ং। তবে ওই লড়াইয়ের পর পায়ে সমস্যা অনুভব করেন তিনি। রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএনভিবি) বিবৃতিতে ডি ইয়ংয়ের এই সমস্যার কথাই বলা হয়েছে। ফলে জাতীয় দলের স্কোয়াড থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।