নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি অস্ট্রেলিয়ার সিডনিতে শ্যামা পূজা উদযাপন করেছে। শনিবার সিডনির ১০৮ ল্যাকেম্বা স্ট্রিটে রাজেশ ও মৌসুমী সাহার বাসভবনে শ্যামাপূজার আয়োজন করা হয়।
একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, তারা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ দের যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন আয়োজন করে আসছেন।
এবারের পূজায় শুধুমাত্র শ্যামা, রামপ্রসাদী, কাজী নজরুল, রবীন্দ্র, ডি এল রায় ও অতুল প্রাসাদের শ্যামা সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির সংগীত শিল্পীদের অংশগ্রহণে ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ সমবেত সংগীত পরিবেশিত হয়। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির নৃত্যাঞ্জলি টিমের নৃত্য-‘রাধা ক্যায়সে না জানে’ ও ‘বাংলাদেশের মেয়েরে তুই’ গানের সাথে অংশগ্রহণ করে একাডেমির শিশু শিল্পী তৃষা সরকার, রিয়ানা, অপরাজিতা, জারা হোসাইন ও ঈশিতা।
সংগীত পরিবেশন করেন সিডনির সংগীত শিল্পী মধুমিতা সাহা, অনুলেখা পন্ডিত, সুবর্ণা তালুকদার ও কলকাতা থেকে আগত কণ্ঠশিল্পী সুপর্ণা মুখার্জী। রতন কুন্ডুর লিখা ‘মধুবন্তী মা’ কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিকার ও ইউটিউবার পলি ফরহাদ। কন্যা জায়া জননীর বঞ্চনা নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার নুসরাত জাহান স্মৃতি।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক দিদার হোসাইন, লেখক ও একাডেমিক ড. শাখাওয়াৎ নয়ন প্রমুখ।